স্থানীয় সরকার বিভাগ
১০নং ভীমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মহাদেবপুর, জেলাঃ নওগাঁ
প্রত্যয়ন পত্র
তারিখ: 16-02-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, মোঃ হাফিজুর রহমান,ভোটার আইডি নং-৫০৮৮২১৯৬১২,পিতাঃ মোঃ আনিছুর রহমান,মাতাঃ মোছাঃ কল্পনা বেগম,গ্রামঃ হর্ষি,ডাকঘরঃ হাট চকগৌরী-৬৫০০,উপজেলাঃ মহাদেবপুর, জেলাঃ নওগাঁ-কে আমি ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানামতে তিনি মৃত. হবিবর রহমান তার মাতামহ এর বাড়িতে দীর্ঘদিন যাবত বসবাস করেন। উল্লেখিত মোঃ হাফিজুর রহমান এর নামে কোন বৈদ্যুতিক মিটার নেই।
আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।