স্থানীয় সরকার বিভাগ
১০নং ভীমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়
উপজেলাঃ মহাদেবপুর, জেলাঃ নওগাঁ
দারিদ্রতার সনদ
তারিখ: 02-03-2023
এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে, প্রীতি রানী,পিতাঃ বাদল চন্দ্র,মাতাঃ নিয়তি রানী,গ্রামঃ ভীমপুর,ডাকঘরঃসরস্বতীপুর, উপজেলাঃ মহাদেবপুর,জেলাঃ নওগাঁ।সে অত্র ১০ নং ভীমপুর ইউনয়নের একজন স্থায়ী বাসিন্দা।তাদের পরিবারে ৪ জন সদস্য। তার পিতা বাদল চন্দ্র একজন দরিদ্র কৃষক।আমার জানামতে তার পিতার পক্ষে পরিবারের ভরন পোষণ , তাদের পড়াশোনার খরচ চালানো এবং কন্যাকে মেসে রাখার খরচ চালানো কষ্ট সাধ্য। আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। তার স্বভাব চরিত্র ভালো আচরণ সন্তোষজনক।
আমি তাহার সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।